অনুদান

আস্—সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

জনাব,

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, হিজরী চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আ‘লা হযরত ইমাম আহমদ রেযার (রহ.)’র প্রপৌত্র তাজুশ শরী‘আহ আল্লামা আখতার রেযা খান আল—আয্হারী নামে বিগত নভেম্বর— ২০২১ সালে তাজুশ শরী‘আহ দরসে নিযামী মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে, যা চট্টগ্রাম ষোলশহর বিবিরহাটে চার তলা বিশিষ্ট একটি ভাড়া বাসায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে দরসে নিযামী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বয়ে দরজায়ে মুতাওয়াস্সিতাহ (৬ষ্ঠ/৭ম) শ্রেণি থেকে দরজায়ে ছানাবিয়্যাহ—এ খাস্সাহ (আলিম) পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীর নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে আবাসিক ১১২ জন ও অনাবাসিক ৪৪ জনসহ মোট ১৫৬ জন ছাত্র অধ্যয়নরত আছে। ছাত্রদের পারিবারিক আর্থিক সংকটের কারণে অধিকাংশ ছাত্র আংশিক ও কিছু ছাত্র সম্পূর্ণ ফ্রি বেতন—খোরাকীতে লেখাপড়া করছে। বর্তমান অর্থনৈতিক এ দূরাবস্থায় ছাত্রদের থেকে আদায়কৃত নামেমাত্র বেতন—খোরাকিতে মাদ্রাসার ঘরভাড়া, শিক্ষক—কর্মচারী বেতন ও হোস্টেল খরচসহ যাবতীয় ব্যয়ভার বহন করা কতৃর্পক্ষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ছে।

অতএব, আপনার অথবা পরিচিতজনের সর্ব প্রকার দান—সদকা/যাকাত—ফিতরা অত্র প্রতিষ্ঠানের দারিদ্র্য ফাণ্ডে প্রদান করে কিংবা আপনাদের সন্তানকে এ মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষা গ্রহণের পাশাপাশি দ্বীন প্রচার—প্রসারে সুযোগ সৃষ্টি করতঃ দ্বীনি শিক্ষার এ মহৎ কার্যক্রমকে এগিয়ে নিতে আপনার সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের কল্যাণ করুন, আমীন।

বি:দ্র: মাদরাসার ছাত্র—শিক্ষক সম্মিলিতভাবে অত্র মাদ্রাসার দাতা, হিতাকাঙ্খী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রত্যেহ বাদে ফজর খতমে খাজেগানে ও সাপ্তাহিক দরসে তাসাওউফ মাহফিলে দোয়া—মুনাজাত করা হয়।

[বি:দ্র: নিম্নোক্ত ব্যাংক একাউন্ট কিংবা নাম্বারগুলোতে বিকাশ নাম্বারগুলোর মাধ্যমে আপনার অনুদান পাঠিয়ে নাম—ঠিকানা জানানোর অনুরোধ রইলো।]

1 ব্যাংক হিসাব Tajush Shariah Madrasah

A/C No: 20503720201257501

Islami Bank Bangladesh PLC

Oxyzen Moor Branch

Oxizem Moor, Chattogram

2 বিকাশ নাম্বার ও যোগাযোগ 01817-734178 (প্রতিষ্ঠাতা ও পরিচালক)

01874-459175 (উপাধ্যক্ষ)

হোয়াটসাঅ্যাপ চ্যাট