হিজরি চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ আ‘লা হযরত ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহির ইলমের ধারক, তাঁরই বংশের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক ইসলামি স্কলার তাজুশ শরীয়াহ্্ আল্লামা আখতার রেযা খান আযহারী (রহমাতুল্লাহি আলাইহি)—এর ইলমি ও রূহানী ফুয়ূযাত লাভের প্রত্যাশায় তাঁরই নামে ১৪৪৩ হি/২০২১খ্রি এ মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। আলহামদুলিল্লাহ্, অতি স্বল্প সময়ে এ মাদরাসা দেশের আলেম—ওলামা ও সুধিজনের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছে। বর্তমানে দরসে নিযামী শাখায় দরজায়ে উলা (৬ষ্ঠ) শ্রেণি থেকে দরজায়ে সাদেসা (আলিম) শ্রেণি পর্যন্ত শ্রেণিকার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দরজায়ে ফযিলত (হাদিস স্তর) ও তাখাসসুস পর্যন্ত উন্নীত করার প্রচেষ্টা থাকবে ইন—শা—আল্লাহ্।