মাদরাসার ইতিহাস

হিজরি চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ আ‘লা হযরত ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহির ইলমের ধারক, তাঁরই বংশের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক ইসলামি স্কলার তাজুশ শরীয়াহ্্ আল্লামা আখতার রেযা খান আযহারী (রহমাতুল্লাহি আলাইহি)—এর ইলমি ও রূহানী ফুয়ূযাত লাভের প্রত্যাশায় তাঁরই নামে ১৪৪৩ হি/২০২১খ্রি এ মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। আলহামদুলিল্লাহ্, অতি স্বল্প সময়ে এ মাদরাসা দেশের আলেম—ওলামা ও সুধিজনের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছে। বর্তমানে দরসে নিযামী শাখায় দরজায়ে উলা (৬ষ্ঠ) শ্রেণি থেকে দরজায়ে সাদেসা (আলিম) শ্রেণি পর্যন্ত শ্রেণিকার্যক্রম চলছে। পর্যায়ক্রমে দরজায়ে ফযিলত (হাদিস স্তর) ও তাখাসসুস পর্যন্ত উন্নীত করার প্রচেষ্টা থাকবে ইন—শা—আল্লাহ্।

হোয়াটসাঅ্যাপ চ্যাট